শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া ১২ বিএনপিনেতা আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া ১২ বিএনপিনেতা আজীবনের জন্য বহিষ্কার

শাকের বিন ফয়েজ ,কক্সবাজার : দলীয় নির্দেশনা ও সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার তাদের এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। কক্সবাজার জেলা ও পৌর কমিটির প্রথম সারির ১২ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ১২ নেতাকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করা হয়েছিল।

বহিষ্কৃতরা হলেন- কক্সবাজার জেলা কৃষকদলের আহ্বায়ক ও কক্সবাজার পৌরসভার বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলা দলের সভাপতি ও বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, কক্সবাজার শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা যুবদলের সদস্য ও বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহাবউদ্দিন শাহেদ, কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, কক্সবাজার শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল এবং শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।

১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন- বর্তমান সরকারের গঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবেনা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় ১২ নেতাকে গেল ২০ মে শোকজ নোটিশ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেই শোকজ নোটিশের জবাব না দেওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |