সোমবার, ১৬ Jun ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
রেজাউল করিম রেজা, ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা পুলিশ লাইন্স-এ নবনির্মিত ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ’ এর উদ্বোধন ও ‘মুক্তিযুদ্ধে পুলিশ ময়মনসিংহ জেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচনসহ ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আজ (১৩ জুলাই) শনিবার উদ্বোধন শেষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এক সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সমাবেশে ময়মনসিংহের ১১টি আসনের স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র,বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য রাজনৈতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ময়মনসিংহ-০২, (ফুলপুর-তারাকান্দা) আসনের সাংসদ শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও/পাগলা আসনের সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-০৫ মুক্তাগাছা আসনের সাংসদ কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ-০৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ মাহমুদুল হাসান সুমন, ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান,ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ময়মনসিংহ-০৬ (ফুলবাড়ীয়া), মোঃ আঃ মালেক সরকার, ময়মনসিংহ-০১ (হালুয়াঘাট-ধোবাউড়া) মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ-০৪ (সদর) আসনের মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,
বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আমিনুল হক শামীম প্রমুখ। ময়মনসিংহ পুলিশ লাইনে সুধী সমাবেশ শেষে বিকেল সোয়া তিনটায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ভাইয়ের বাসায় কয়েকবার এসেছি। খুব ভালো লেগেছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। শান্ত ছোট মানুষ, তার আবদার আমি পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ । শান্ত আবদার করেছে, কোতোয়ালি মডেল থানাকে আধুনিক থানা করতে ।
আমি তার আবদার পূরণ করার চেষ্টা করব। মন্ত্রী আরও বলেন, গফরগাঁওয়ের মানুষ একটু রাগী ছিল। তবে বাবেলও রাগ ছিল। এখন আর এত রাগ নেই। এখন জনগণের সাথে মিশে গেছে। তাই বার বার বাবেলকে ভোট দিয়ে এমপি বানায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়মনসিংহের পুলিশ লাইনের জাদুঘরে আসলে বঙ্গবন্ধুকে চিনতে পারবে। ময়মনসিংহের ডিআইজি ও পুলিশ সুপার মাসুমকে ধন্যবাদ। মন্ত্রী আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন হয়েছে। এখানে মেট্রোপলিটন পুলিশের কাজ খুব শীঘ্রই শেষ হয়েছিল। একটি কারণে বাধা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে খুব শীঘ্রই মেট্রোপলিটন পুলিশের ইউনিট করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন বাংলাদেশের পুলিশকে জনগণের পুলিশ হওয়ার জন্য। আজ পুলিশ সে জায়গাটিতে এসেছে। জনগণের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাটাতে পুলিশ আসছে। পুলিশ আজ জনগণের বন্ধু।