শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সাবেক আইজিপি শহিদুল হক রিমান্ডে

সাবেক আইজিপি শহিদুল হক রিমান্ডে

অনলাইন ডেস্ক:  কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনকে গ্রেফতার দেখিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। এর আগে আদালতে হাজির করার সময় বিক্ষিপ্ত আইনজীবীরা সাবেক আইজিপির ওপর হামলা করেন।
এসময় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |