শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

গুজব ছড়ানো হয়েছে নাহিদকে নিয়ে

গুজব ছড়ানো হয়েছে নাহিদকে নিয়ে

অনলাইন ডেস্ক: গতকাল বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষককে এনআইবির পরিচালক নিয়োগে সুপারিশ প্রদানের অভিযোগ আনা হয় উপদেষ্টা নাহিদের। এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাহিদের উদ্দেশ্যে করা কটুক্তিমূলক স্লোগানের প্রতিবাদে #WeAreNahid ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগে ছেয়ে যায় ফেসবুক। পরবর্তীতে বিষয়টি অপপ্রচার করা হয়েছে বলে জানা যায়।বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষককে এনআইবির পরিচালক নিয়োগে নাহিদের সুপারিশ ও বাতিল বিষয়ে নাহিদ জানান:

১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল। মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ঐ ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয়।

এছাড়াও জবির আন্দোলনকে কেন্দ্র করে নাহিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে জবির এক শিক্ষার্থী বলেন, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’- এই স্লোগান আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন। কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে ভুল ভাবে প্রচার করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |