শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

মা নেই, বাবাও জেলে : সেই শিশুদের দেখভালের নির্দেশ হাইকোর্টের

মা নেই, বাবাও জেলে : সেই শিশুদের দেখভালের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক:  এক মাস আগেই জন্ম নিয়েছে যমজ দুই বোন। এর এক সপ্তাহ পর মারা যান মা। গত শুক্রবার বাবা জামাল মিয়াকেও ধরে নিয়ে যায় পুলিশ। এতে সদ্যোজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিল ১৩ বছরের শিশু সাজ্জাদ।

মর্মান্তিক এ ঘটনা নিয়ে দৈনিক কালের কণ্ঠের প্রিন্ট ও অনলাইন ভার্সনে সংবাদ প্রচার হয়। এ ঘটনা নজরে নিয়ে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এর আগে কালের কণ্ঠে প্রকাশিত সংবাদে বলা হয়, এক মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম যমজ কন্যাসন্তানের জন্ম দেন। এর ছয় দিন পর তিনি মারা যান। স্ত্রীর মৃত্যুর পর নবজাতকসহ চার ছেলেমেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জামাল মিয়া। এ অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ জামাল মিয়াকে থানায় নিয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরদিন জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |