শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র‌্যাব

ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র‌্যাব

খাইরুল ইসলাম আল আমিন:  রাজধানী ঢাকার আজিমপুরের একটি বাসায় শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ডাকাতির সময় অপহৃত শিশুকে উদ্ধার করে বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে র‍্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, মুক্তিপণের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে ঘটনার দিন মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত আরও ৪ জনকে ধরার চেষ্টা চলছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এর আগের দিন শুক্রবার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। শুধু মালামাল নিয়েই ক্ষান্ত থাকেনি তারা; নিয়ে যায় সেই বাসার আট মাসের শিশু জাইফাকেও।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ওই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অপহরণের ১ সপ্তাহ আগে শিশু জাইফার মায়ের সঙ্গে অফিসে যাতায়াত করার সময় গ্রেপ্তারকৃত শাপলার পরিচয় হয়। এ সূত্র ধরে শিশু জাইফার মায়ের কাছে সাবলেট ভাড়া নেন শাপলা। বাচ্চাটিকে অপহরণ করে এর মাধ্যমে টাকা নেওেয়াই মূল উদ্দেশ্য ছিল তার।

প্রসঙ্গত, শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় ডাকাতির সময় আট মাস বয়সী ওই শিশু সন্তানকে নিয়ে গিয়েছিলো ডাকাতরা- এমন খবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে সারাদেশে আলোড়ন তৈরি হয়। বিশেষ করে সামাজিক মাধ্যমে ওই শিশুটির ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে সহায়তার জন্য অসংখ্য মানুষ তার ছবি ও সংবাদ শেয়ার করায় এটি সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে এক ধরণের উদ্বেগও লক্ষ্য করা যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |