বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

মিসরে গিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

মিসরে গিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

অনলাইন ডেস্ক: শোবিজের দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক ট্যুরে ব্যস্ত সময় পার করছেন তিনি। দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়েও বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি সিনেমাটি নিয়ে মিসর ঘুরে এলেন মেহজাবীন। সেখান থেকে ফিরেই গণমাধ্যমে অভিনেত্রী জানালেন, মিসরে গিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে তার।

অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিসর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিসরে যাওয়ার।’

মিসরের ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’-এ মেহজাবীনের ‘প্রিয় মালতী’র প্রিমিয়ার হয়েছে। যেখানে সিনেমার পুরো টিম ছিল। এর মাধ্যমে তার ছোটবলোর স্বপ্নপূরণ হয়েছে। ঘুরে এসেছেন ‘নীল নদের দান’ মিসর।

সোমবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও মিসর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন মেহজাবীন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। যাদুঘরটিতে এমন কিছু ছিল যা আমি অধীর আগ্রহে দেখছিলাম। কয়েক বছর পরে অবশেষে মমি দেখতে পেয়েছি।’

ওই ছবিগুলোতে দেখা যায়, রেড লুক নেট টপ সঙ্গে ফ্ল্যারেড প্যান্টসে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্সিয়ান সিভিলাইজেশন (এনএমইসি) ঘুরাঘুরি করেছেন মেহজাবীন।

মিসরের ইতিহাস সম্পর্কে অভিনেত্রী লেখেন, ‘যদিও দর্শকদের মমিগুলোর ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, মিসরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে প্রাণবন্ত হয়ে থাকবে। এর বাইরে মিসরের আরও অনেক কিছু দেখেছি। মিসর সত্যিই জাদুকরী দেশ।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |