বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

ড্রেন থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ড্রেন থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ড্রেনের মধ্য থেকে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, নাচোল ইউপির সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বৃহস্পতিবার রাতে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে একটি ড্রেনে মৃত অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়।

পরে আজ শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম নিয়মিত চোলাই মদ পান করতো এবং এর কারনেই তার মৃত্যু হতে পারে বলে তাদের ধারণা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |