শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ

বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ

অনলাইন ডেস্ক: বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মেজর হাফিজ বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এই দাবি করেন।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রধান আসামি হয়ে গেলেন বাদীখালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রধান আসামি হয়ে গেলেন বাদী আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, এটাই ভারত সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু ভারতে ধর্মীয় বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি।

বাংলাদেশ কারও জন্য হুমকি নয় দাবি করে মেজর হাফিজ বলেন, তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।
বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |