বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

বাংলাদেশের আঁচ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না: মমতা

বাংলাদেশের আঁচ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অবদি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাই না এটা হোক।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর সাথে সাক্ষাৎকারে মমতা বলেন, এটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন।

পশ্চিমবঙ্গের জেলে গ্রেপ্তারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, অনেক সময় জেলেরা পানির মধ্যে সীমান্ত বুঝতে পারে না তাই ভুল করে অন্য সীমান্তে প্রবেশ করে ফেলে।

বাংলাদেশ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, ভারত-বাংলাদেশ একটা সমস্যা হয়েছে। আপনারা বসে ঠিক করে নিন। আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না।

শান্তিরক্ষা বাহিনী পাঠানো প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |