সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষা ছাড়া প্রমোশন নয়, প্রস্তাব করবে কমিশন

যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষা ছাড়া প্রমোশন নয়, প্রস্তাব করবে কমিশন

অনলাইন ডেস্ক: পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম-সচিব পর্যায়ে পদোন্নতি দিতে সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং ৭০ মার্ক না পেলে পদোন্নতি পাবেন না। প্রতিটি টায়ারে (উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রতিটি পর্যায়ে) এটি হবে না, উপসচিব এবং যুগ্ম-সচিব এই দুই পর্যায়ে (পরীক্ষার মাধ্যমে পদোন্নতি) হবে। এরপরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে।

কমিশন প্রধান বলেন, যে পরীক্ষা হবে, সেখানে যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান, সে তালিকায় এক নম্বরে চলে আসবে। উপসচিবের তালিকায় সে এক নম্বরে আসবে।

উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য ৫০ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এখন এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৭৫ এবং অন্য ক্যাডারের কর্মকর্তারা ২৫ শতাংশ পদোন্নতি পেয়ে থাকেন।

কমিশন প্রধান জানান, ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

তিনি জানান, নাগরিকদের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |