রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: আমিনুল ইসলাম

সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় সকালে তা নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার মো. আমিনুল ইসলাম বলেছেন, শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুন লাগতো, তাহলে নানা স্থানে আগুন লাগতো না।

কে, কারা বা কীভাবে আগুন লাগালো সেটার সঠিক তথ্য এখনও আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয়, কেউ পরিকল্পিতভাবে এ কাজটি করেছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আমিনুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এ মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আগুন লেগেছে, সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারিনি। কাজ করছি।তিনি আরও বলেন, আমাদের নৌ-বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |