রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ড : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক

সচিবালয়ে অগ্নিকাণ্ড : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক: সম্প্রতি প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দ্বিতীয় ধাপের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটে শুরু হয়ে ৪টা ৪৮ মিনিট অবধি চলে এ সভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি সভায় সভাপতিত্ব করেন।

সূত্র জানিয়েছে, রুদ্ধদ্বার এ বৈঠকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ত্রুটি ছিল কিনা সেটি খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়। এ আগুন নাশকতামূলক কিনা সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধারসহ তদন্তের গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু হেনা মো. মোস্তফা জামান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. আতাউর রহমান খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জে. মুহাম্মদ জাহেদ কামাল, ব্রি. জে. মাহবুবুর রাসেল, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব(প্রশাসন অধিশাখা) মো. আব্দুল্লাহ হাক্কানী, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-২) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডটি জোন) আশরাফুল হক, গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক/নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার।

আরও উপস্থিত ছিলেন- বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মাকসুদ হেলালী, কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত, এসডিই রাকিবুল হাসান।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ১৮ থেকে ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |