রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

ডিএমপির ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বার্তা ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বুধবার (১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপি ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাফিজুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি -২) বিভাগ, ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সদর দপ্তরে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের (ক্রাইম সিন অ্যান্ড সাপোর্ট), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে, সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে, মো. ওমর ফারুককে গুলশান বিভাগের এসি প্রেট্রোল (ক্যান্টনমেন্ট) এবং একই দায়িত্ব পালন করা মো. দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |