রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

শেষবারের মতো এফডিসিতে নায়িকা অঞ্জনা

শেষবারের মতো এফডিসিতে নায়িকা অঞ্জনা

নিউজ ডেস্ক: নায়িকা অঞ্জনার প্রথম জানাজা তার চিরচেনা কর্মস্থল বিএফডিসিতে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) তার প্রথম জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

এ সময় অশ্রুসিক্ত চোখে অভিনেত্রী মুক্তি বলেন, অঞ্জনা আন্টির মতো এমন মানুষ চলচ্চিত্রে পাওয়া দুষ্কর। তিনি হুট করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, মেনে নিতে পারছি না। সবাই আন্টির জন্য দোয়া করবেন।

এর আগে, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে অঞ্জনার শুরু। এই সিনেমার পর টানা কাজ করেন তিনি। এ পর্যন্ত অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়। এর মধ্যে ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |