মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেন, দলটির মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা নেপথ্যে আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।
কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৪ জানুয়ারি) জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। সেখানে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন।
হামলার প্রতিবাদে রবিবার (৫ জানুয়ারি) গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।
এ হামলার নেপথ্যে সারজিস আলমের জড়িত থাকার অভিযোগ ওঠে। ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সভাপতি নুরুল হক নুর। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।
এ নিয়ে সমাবেশে নুর বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে।‘