বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৭ যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ, ধারণা করা, হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

এ ব্যাপারে আরও তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

ঠিক কী কারণে এটি দুর্ঘটনার শিকার হলো তা এখনও স্পষ্ট নয়। তবে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, সম্ভবত যান্ত্রিক ত্রুটিই এজন্য দায়ী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |