Noman Group Advertisement

আন্তর্জাতিক নারী দিবসে তিন মহীয়সীকে সম্মাননা ছায়ানট কলকাতার

মাহমুদুল হাসান রতন , বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

কলকাতা ছায়ানটের বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দক্ষিন কলকাতার উইসডম্ ট্রি ক্যাফেতে ছায়ানট (কলকাতা) –এর বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক, ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক। গত ৯ বছর ধরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে, প্রতি বছরই ছায়ানট সমাজের তিনজন বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করে। এ বছর ছায়ানট (কলকাতা) –এর পক্ষ থেকে তিন বিদূষী নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একক হারমোনিয়াম বাদক রূপশ্রী ভট্টাচার্য্য এবং অধ্যাপক ও নজরুল গবেষক র‌্যাচেল ফেল ম্যাকডরম্যাট –কে সম্মান জ্ঞাপন করেন পাকড়াশী হারমোনিয়ামের কর্ণধার শুভজিৎ পাকড়াশী।

বাঙালি মুসলিম সমাজের বিয়ের গানের সংগ্রাহক ও সমাজ সেবিকা মনোয়ারা খাতুন –কে সম্মান জ্ঞাপন করেন ড. শেখ মকবুল ইসলাম (ডি. লিট.), বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কলকাতা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন তন্ময় রায়চৌধুরী। এছাড়াও বিশেষ দিনটির কথা মাথায় রেখে কবিতা আবৃত্তি করেন ছায়ানটের বাচিক শিল্পীরা। একক কবিতা পাঠে অংশগ্রহণ করেন –দেবযানী বিশ্বাস, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, তিস্তা দে, সোহালিয়া সিং, সৃজিতা ঘোষ, রাজশ্রী বসু, রাজ্যশ্রী দাস, শর্মিলা পাল, দেবলীনা চৌধুরী, আর্যদ্যুতি ঘোষ, অর্ঘ্যদ্যুতি ঘোষ, টুটুন দাস, অনিন্দিতা ঘোষ, প্রাযুক্তা চক্রবর্তী। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে বৈখরীর শিশুশিল্পীরা। পরিচালনায় ছিলেন তাপস চৌধুরী।

আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় লিখেছেন – “সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ – রমণী কোনো ভেদাভেদ নাই।” তাঁর এই কথাই সমগ্র অনুষ্ঠানের মূল সুর হিসেবে অনুরণিত হয়।

Link copied!
Advertisement