Noman Group Advertisement

অসীম-অপু উকিল দম্পতির ফ্ল্যাট ও দোকান দেখভালে রিসিভার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ মে, ২০২৫, ০৮:০২ পিএম

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে রাজধানীর উত্তরার সাত তলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট এবং অপু উকিলের বসুন্ধরা শপিং মলে থাকা পাঁচটি দোকান দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের মামলায় দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদ সমূহের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন। বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Link copied!