Noman Group Advertisement

গবেষণায় ন্যাচার ইনডেক্সে বুয়েট, ঢাবি, রাবির কাতারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

মোঃ পারভেজ সেখ , ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি

প্রকাশিত: ৩১ মে, ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। বিশ্বখ্যাত নেচার ইনডেক্স ২০২৫-এর (Nature Index) প্রকাশিত তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি  শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বেরোবি।

বৈশ্বিক  গবেষণার মানদণ্ডে উচ্চ মানের গবেষণা প্রকাশের ভিত্তিতে প্রণীত এই সূচকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ও  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই  উঠে এসেছে বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  নাম। নেচার ইনডেক্সের   তথ্যানুসারে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ‘কাউন্ট’ (Count) ১ এবং ‘শেয়ার’ (Share) ০.৬০ নিয়ে এই তালিকায়  ৬ষ্ঠ স্থান দখল করে নিয়েছে। এছাড়া এ তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিমাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। 

এ বিষয়ে বেরোবির গবেষণা কাজে নিয়োজিত শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মো ফেরদৌস রহমান বলেন গণমাধ্যমকে, আনন্দের বিষয় হল পাবলিক এবং প্রাইভেট মিলে সারা দেশে একশ'র অধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থান অর্জন করেছেন। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা কাজে মনোনিবেশের জন্য আরো বেশি উদ্ভূত করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী গণমাধ্যমকে জানান, ‘এই অর্জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম ও একাগ্রতার ফল। আমরা বিশ্বাস করি, গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব— এবং এই স্বীকৃতি আমাদের সেই পথেই এগিয়ে নিচ্ছে। বিগত সময়গুলোতে যেটি কেউ পারেনি এখন সময় সকল প্রতিকূলতা পেরিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেটি নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটি বিষয়।  আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরও সুন্দর রূপে তুলে ধরবে। সেই সাথে নিজেদের যোগ্যতার জানান দেবে। এই লক্ষ্যে আমি ইতিপূর্বে ফ্রি অফ কষ্টে আইএল টেস্ট, ইংলিশ কোর্স, এবং গবেষণার ক্ষেত্রে জোর দিয়েছি।’

উল্লেখ্য, নেচার ইনডেক্স হলো এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা বিশ্বের খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নালগুলোতে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর র‍্যাংকিং নির্ধারণ করে।

Advertisement

Link copied!