বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ৬৬ জন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫, ১১:২৭ এএম

বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫ জন এবং উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২ জন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ৩ হাজার ৩৬৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১৩০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চিকিৎসকরা জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিচ্ছেন।

Link copied!