ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরার ওপর ২২দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা ১০দিন পিছিয়ে আগামী ১৩ অক্টোবর থেকে করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মৎস্য ব্যবসায়ী এবং সাধারণ জেলেরা। একইসাথে নিষেধাজ্ঞার সময় সাগরে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিও জানান তারা। শুক্রবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে সাধারণ জেলে ও চেয়ারম্যান ঘাট মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় আন্দোলনকারীরা মাছ ধরার বিভিন্ন উপকরণ সামনে রেখে প্রতিবাদ জানায়। হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাহাব উদ্দিন কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক মো. শাহেদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য রেজ্জাকুল হায়দার লেলিন, মৎস্য ব্যবসায়ী আকবর হোসেন, তাজুল ইসলাম পিটু, আকরাম হোসেন, ফখরুল মাঝি, আক্তার সেরাং, এমরান উদ্দিন'সহ অনেকে। বক্তারা বলেন, প্রতিবছর সরকার সাগরে ৩ ধাপে নিষেধাজ্ঞা জারি করেন। প্রথম নিষেধাজ্ঞা ২২দিন, পরে ৬০দিন ও সবশেষে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারের প্রতি সম্মান রেখে তিনটি নিষেধাজ্ঞা পালন করে মৎস্যজীবী ও জেলেরা। গতবছর ১৩ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকলেও হঠাৎ করে চলতি বছর ১০দিন আগে ৪অক্টোবর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। যা জেলেদের জীবিকার সাথে সাংঘর্ষিক। জেলেরা জানান, প্রতিবছর দেশের মৎস্যখাত থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু সে হিসেবে জেলেদের জীবিকার মান উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এছাড়াও বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গণহারে মা ইলিশ ধরে নিয়ে যায়। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনী'সহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :