মোহাইমিনুল ইসলাম শুভ, নরসিংদী : “আল্লাহর আইন চাই”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর বেলাবো উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার ২৬ তারিখ দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে দলটি ৫ দফা দাবি উত্থাপন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই গণতন্ত্র চাই, যেখানে জনগণ নিজের ভোট নিজেই দিতে পারবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান, বেলাবো দক্ষিণ শাখার থানা আমির মাওলানা মো. ছানাউল্লাহ ও উত্তর শাখার থানা আমির মাওলানা মো. ইকবাল হোসাইন।
সমাবেশের সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা আমির জনাব জহিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব সোহরাব হোসেন। বক্তাদের উত্থাপিত ৫ দফা দাবি ১. জুলাই সনদের আলোকে নির্বাচন অনুষ্ঠান। ২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু। ৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত। ৪. দুর্নীতি ও গণহত্যার বিচার নিশ্চিতকরণ।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ। বক্তারা আরও বলেন, এ দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে কোনো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সরকারকে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রসঙ্গত, নরসিংদী-৪ আসনে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলটি বলছে, এ আন্দোলনের মাধ্যমে জনগণকে সংগঠিত করে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :