দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৩:০৭ এএম

সিউলে কার্লো আনচেলোত্তির ব্রাজিল যেন খুঁজে পেল নিজেদের হারানো ছন্দ। চেলসির তরুণ তারকা এস্তেভাও ও রিয়াল মাদ্রিদের রোদ্রিগোর জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী বছরের বিশ্বকাপের জন্য দুই দলই আগেই জায়গা নিশ্চিত করেছে, তবে এই জয় নিঃসন্দেহে আনচেলোত্তির দলের আত্মবিশ্বাসকে আরো উঁচুতে তুলবে। ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল ২০২৬ আসরে অন্যতম ফেভারিট হিসেবেই নাম লেখাতে চায়।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। দলের সবচেয়ে তরুণ সদস্য ১৮ বছর বয়সী এস্তেভাও ব্রুনো গিমারাসের দারুণ পাস থেকে গোলের সূচনা করেন।

বিরতির আগে বাঁ দিক দিয়ে কেটে ভেতরে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন রোদ্রিগো। স্কোরলাইন ২-০ নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আবারও এস্তেভাও প্রতিপক্ষের ভুলে বল কেড়ে নিয়ে স্কোরলাইন ৩-০ করেন।
উচ্চ প্রেসিংয়ে আধিপত্য বজায় রেখে ব্রাজিল চতুর্থ গোলও তুলে নেয়—এবার ভিনিসিয়ুস জুনিয়র অ্যাসিস্ট করেন রদ্রিগোকে। ম্যাচের শেষ দিকে ভিনিসিয়ুস নিজেও গোলের দেখা পান, মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি।

Link copied!