গাছের ডালে পাখির বাসা: ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

ইয়াসির আরাফাত , জাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০২:৫৮ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ক্যাম্পাসজুড়ে গাছের ডালে ঝুলছে ছোট ছোট মাটির হাঁড়ি, যা বৈচিত্র্যময় নকশায় ফুটো করা। এসব হাঁড়ি পাখিদের নিরাপদ আবাস তৈরির জন্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে বসিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন জিকু। 

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছে প্রায় ২০টি মাটির হাঁড়ি বসানো হয়। দেশীয় পাখিদের অবাধ বিচরণ এবং তাদের নিরাপদ আশ্রয়ের জন্যই জাবিপ্রবি ছাত্রদল নেতার এ উদ্যোগ। দেবদারু, কড়ই, জামসহ বিভিন্ন গাছের ডালে ঝুলছে এসব হাঁড়ি, যা দেখতে মনোমুগ্ধকর।

এ আয়োজনের উদ্যোক্তা জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখার আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমরা গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করেছি। শীতকালে আমাদের ক্যাম্পাসে বেশকিছু অতিথি পাখির আগমন ঘটে। এখানের পরিবেশ ও গাছপালা এই পাখিদের জন্য উপযুক্ত আশ্রয়স্থল। কিন্তু আধুনিকায়নের এই সময়ে পাখিদের প্রাকৃতিক বাসস্থান অনেকাংশে কমে যাচ্ছে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস৷ পরিবেশ রক্ষা কেবল একটি কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার।’

ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দলবেঁধে গাছগুলোতে মাটির হাঁড়ি বেঁধেছেন। হাঁড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো এমনভাবে তৈরি ও স্থাপন করা হয়েছে যেন পাখিরা সহজেই সেখানে বসবাস করতে পারে। পাখিদের জন্য এ ধরনের আবাসন নিরাপদ পরিবেশ তৈরি করবে এবং তাদের বংশবৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় উপস্থিত ছিলেন- জাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা, আহবায়ক কমিটির সদস্য- শাহরিয়ার হোসেন, রাকিব খান, সিফাত হাসান স্বচ্ছ, মামুন আহমেদ, ছাত্রদল কর্মী মুবাশ্বির হাসান, অরন্য সিহাব মাহি ও মাহফুজ রহমান। 

Link copied!