চাকসুতে ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক নেত্রকোনার মাসুম

মোস্তফা কামাল , চবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০৪:৪০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ   নির্বাচিত হয়েছেন চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে তাঁর বিজয়ের খবর প্রকাশ পেলে নেত্রকোনার শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

বিজয়ের পর প্রতিক্রিয়ায় মাসুম বলেন, এই বিজয় কেবল আমার নয়, নেত্রকোনার প্রতিটি শিক্ষার্থীর বিজয়। আমি কৃতজ্ঞ আমার সহপাঠীদের প্রতি, যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন। এখন দায়িত্ব হলো সেই বিশ্বাসের মর্যাদা রাখা। ক্যাম্পাসের পাঠাগারকে আরও সমৃদ্ধ করা, এবং ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।

তিনি আরও বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনার শিক্ষার্থীরা বরাবরই ঐক্যবদ্ধ ও ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। আমি সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।আমার দেয়া প্রতিটি কাজ আমানতদারীতা,সততা,ও ন্যায় নিষ্ঠার সাথে পালন করব।সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশী।

বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী  মাহবুবুল হাসান বলেন,মাসুম ভাইকে আমরা সবসময় শান্ত, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ একজন সংগঠক হিসেবে দেখেছি। তাঁর মতো একজন মানুষ চাকসুতে জায়গা পাওয়ায় আমরা আশাবাদী।

Link copied!