আরিফুল ইসলাম ফারহান, কুমিল্লা: কুমিল্লায় সাড়ে ৪৪ কেজি গাঁজা, ৫০ বোতল স্কাফ ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। র্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নোয়াগাঁও এলাকা থেকে ৫০ বোতল স্কাফ ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি মডেল থানার শারিফপুর গ্রামের মো. রশিদের ছেলে মো. আরিফ (২৮), পাথুলিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. ইমান হোসেন (৫৯), এবং ফেনী সদর থানার লালপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. রনি (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত বিভিন্ন অভিযানে সংস্থাটি ২১৫ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৮৪ জন হত্যা মামলার আসামি, ৮৭ জন ধর্ষণ মামলার আসামি ও ৪২০ জনের বেশি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ১০৬টি অস্ত্র, ১,৩৫১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :