দেবিদ্বারে চুলা তৈরির সময় মাটির নিচে মিললো ৭১ রাউন্ড গুলি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

তোফায়েল আহমেদ, দেবিদ্বার: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চুলা তৈরির সময় মাটি খুঁড়তে গিয়ে মিললো ৭১ রাউন্ড গুলি। বুধবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বখরিকান্দি গ্রামের মো. রশীদুল ইসলামের বসতঘরের সামনে রান্নাঘরের পাশে চুলা তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো গুলি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি দেবিদ্বার সেনা ক্যাম্পে জানান।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দেবিদ্বার থানা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টার দিকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো নষ্ট এবং মেশিনগানের হতে পারে।

এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Link copied!