রূপনগরে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ০৪:৪৩ এএম

রাজধানীর মিরপুর রুপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়।

মরদেহ হস্তান্তর করেন, রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। সাথে ছিলেন উপ পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।

পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান বলেন, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬জন মরদের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ পর্যন্ত ১৬জন মরদেহের স্বজনরা ঢাকা মেডিকেলে এসেছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকৌশলী মোঃ জাকির হোসাইন তেজগাঁও উন্নয়ন সার্কেল মরদেহের সৎকাজের জন্য স্বজনদের কাছে ২৫হাজার টাকা করে অনুদান দেন।

Link copied!