টুঙ্গিপাড়াতে দৈনিক ঢাকা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ০৫:৩০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

জসিম মুন্সী, টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৬ টায় টুঙ্গিপাড়া পাটগাতি চৌরঙ্গী দৈনিক ঢাকা পত্রিকার অফিসের মধ্য  কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক ঢাকা পত্রিকার   গোপালগঞ্জের   স্টাফ করেসপন্ডেন্ট প্রতিনিধি খালিদ হাসান। 

এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া থানার এসআই কামাল হোসেন, এসআই মোসলেম আলী, সজল সরকার (আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি), হাফিজুর রহমান (এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি),  নাজিরুল শেখ,( আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি), মো: জসিম মুন্সী ( জাতীয় দৈনিক ভোরের চেতনা ও প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি), সহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বস্তু‌নিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প‌রি‌বেশ‌নের জন্য  দৈনিক ঢাকা পত্রিকার   প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সকল সাংবাদিকদের শু‌ভেচ্ছা ও অভিনন্দন জানা‌ন। সেই সঙ্গে প‌ত্রিকার উত্তরোত্তর সাফল্যকামনা করেন। 

অনুষ্ঠানের শুরুতে দৈনিক ঢাকা  ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, টুঙ্গিপাড়া উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খালিদ হাসান 'কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Link copied!