দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।
তিনি বলেন, সাংবাদিকতা একটি পেশা নয়, এটি সমাজের বিবেক। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করা।
তিনি বলেন, “গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। অথচ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বেড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে সংবাদপেশা সংকটে পড়বে।
খায়রুল আলম রফিক বলেন, প্রশাসন ও সরকারের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশে সাংবাদিকতা আজ এক কঠিন সময় অতিক্রম করছে। সত্য তুলে ধরার দায়ে অনেক সাংবাদিক হুমকি, মামলা এমনকি হামলার শিকার হচ্ছেন। অথচ রাষ্ট্রের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
সাংবাদিকদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা নয়, বরং জনস্বার্থে তথ্যপ্রবাহ বন্ধ করে দেওয়া। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে প্রথমেই বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে।
এখন সময় এসেছে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক উদাসীনতা ও আইন প্রয়োগে বৈষম্য দূর করার। প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে, মুক্ত গণমাধ্যমের স্বপ্ন অধরাই থেকে যাবে। সত্য প্রকাশের পথে বাধা নয়, বরং সহযোগিতা হোক—এই হোক রাষ্ট্রের প্রতিশ্রুতি।
আপনার মতামত লিখুন :