চবি এ.এফ. রহমান হলে রুমে রুমে ময়লা ঝুড়ি পৌঁছে দিল হল সংসদ

মোস্তফা কামাল , চবি সংবাদদাতা

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এ.এফ. রহমান হল সংসদের উদ্যোগে হলের প্রতিটি রুমে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করা হয়েছে।" একটি ঝুড়ি হোক নতুন পরিবর্তনের সূচনা” এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রমটি সম্পন্ন হয়। শনিবার ২৫ অক্টোবর এ এফ রহমান হল সংবাদের নির্বাচিত সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করেন।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং হলের পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা। এ.এফ. রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, আমরা বিশ্বাস করি  ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। প্রতিটি শিক্ষার্থী যদি নিজের রুম পরিষ্কার রাখে এবং ময়লা নির্ধারিত ঝুড়িতে ফেলে, তবে আমাদের হল হবে আরও সুন্দর, সুশৃঙ্খল ও বসবাসযোগ্য।

এ.এফ. রহমান হলের জিএস তামিম চৌধুরী বলেন, এই উদ্যোগ শুধুমাত্র ঝুড়ি বিতরণ নয়— এটি একটি সচেতনতার বার্তা। আমরা চাই, প্রত্যেকে নিজ দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক। পরিচ্ছন্ন হল মানেই সুস্থ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ।

উদ্যোগ বাস্তবায়নে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম আশরাফ (রাতুল), রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক জামাল উদ্দিন, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর বিন কাসেম (ইফতি), রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন (ফাহিম),এবং নির্বাহী সদস্য আবু বাইত সিয়াম, মোঃ আবু রায়হান বাবু, ও মোঃ মাহাফুজুর রহমান।

উদ্যোগটির সফল বাস্তবায়নে সহযোগিতা করেছেন হল সংসদের সকল নির্বাচিত প্রতিনিধি। তাঁরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া যায়।

Link copied!