ধামরাইয়ে জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে পা দ্বিখণ্ডিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:০০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

আলাল সজিব, ধামরাই: ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মোড়ারচর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা ব‍্যবসায়ী মো. আলী হোসেন (৩৬)। এ হামলার ঘটনায় আলী হোসেনের ডান পা দ্বিখণ্ডিত হয়ে গেছে।

আহতের স্ত্রী অঞ্জনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এতেই গ্রেপ্তারকৃতদের স্বজন ও সহযোগীরা লাগাতার হুমকি-ধামকি দিয়ে ঘর বন্দী করে রেখেছেন আহত আলী হোসেন ও তার ভাইদের।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আমতলা বাজার থেকে ফেরার পথে মোড়ারচর এলাকায় আওয়ালের চা ও মুদি দোকানের সামনে আলী হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত পরিকল্পিত হামলা চালায় আশিক, তৈয়ব, মামুন, মজিদ, শুকুর আলী, আজিজুল হক, রেজাউলসহ সানু মিয়া ও আরও ৭/৮ জন অজ্ঞাত হামলাকারী। তারা প্রথমে আলী হোসেনকে রিকশা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।

হামলার সময় আসামি আশিক ধারালো চাপাতি দিয়ে তার ডান পায়ে গিরার নিচে কোপ মারলে পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আসামি তৈয়ব লোহার রড দিয়ে বাম পায়ে হাড়ভাঙা জখম করে, আসামি মামুন মাথা, বুক ও পিঠে রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। আসামি শুকুর আলী শ্বাসরোধ করতে গলায় চাপ দেয়। একপর্যায়ে আলী হোসেন রাস্তায় লুটিয়ে পড়েন।

আলি হোসেনের আর্তচিৎকারে স্ত্রী ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। পরে স্থানীয় লোকজন এসে ওই দম্পতিকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলী হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২২ মে একই বিবাদীদের হামলার শিকার হয়ে আলী হোসেন থানায় মামলা করেছিলেন। ওই মামলায় ইতোমধ্যে দুই আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আলী হোসেনের পরিবারকে হত্যা ও অপহরণের হুমকি দিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

আলী হোসেনের পরিবারের দাবি আলী হোসেনকে যারা কুপিয়েছে তারা এলাকার মাদক ব‍্যাবসায়ী। মামলা করাতে তারা আরও বেশি তাণ্ডব চালাচ্ছে, প্রতিদিনই বলা হচ্ছে “বাড়ি ছাড়ো, মামলা তুলে নাও, নয়তো লাশ তুলে নিতে হবে”। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগী আলী হোসেন বলেন, জমি নিয়ে পাঁচ টা মামলা ছিলো কোর্টে। সব গুলা মামলার রায় আমাদের পক্ষে আসে। এর পরই পরিকল্পনা করে আমার উপর হামলা চালিয়েছে পূর্বেও। আর এবার যেমন আমাকে হত্যার উদ্দেশ্যে পা কুপিয়ে দ্বিখণ্ডিত করেছে।

আমিসহ আমার ভাইদের পরিবারের কেউই বাড়ি থেকে বের হতে পারছে না। হুমকি ধামকি দিচ্ছে যারে যেখানে পাবে তাকেই আমার মত করে পিটাবে। আমি তো তাও বেঁচে আছি অন্য কাউকে পেলে আর বাঁচতে দিবে না, এমন হুমকি দিচ্ছে। ভয়ে আমার ভাইয়েরা বাড়ি থেকে বের হচ্ছে না। বাধ্য হয়ে আমার ভাইয়ের স্ত্রীরা বাজার সদাই করছে।

আলী হোসেনের স্ত্রী অঞ্জনা আক্তার জানান, ধামরাই থানায় লিখিত আবেদনে পুনরায় আইনগত সহায়তা ও প্রাণনাশের হুমকি থেকে রক্ষা পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। বার বার হামলার শিকার হচ্ছি আমরা, জোর করে আমাদের জমিও দখল করে সাইনবোর্ড নিয়েছে। জমির গাছ, বাঁশ সব কেটে বিক্রি করে দিয়েছে আসামিরা। আমরা সবাই এখন আতঙ্কে জীবন পার করছি।

স্থানীয় সচেতন মহল বলছে, মামলা চলমান অবস্থাতেই বারবার হুমকি ও হয়রানি আইনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছাড়া কিছু নয়। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এবিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কোন কথা বলতে রাজি হয়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। দু’জন আসামি কে গ্রেপ্তার করা হয়ে। এছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে।

Link copied!