রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আসাদগেট ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে আকস্মিকভাবে এই মিছিল বের করে তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র ও শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। পুলিশ উপস্থিত হয়ে মিছিলের ব্যানার উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আজ সকালের দিকে আসাদ গেট এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরবর্তীতে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র এবং শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের ২৭ নম্বর ওয়ার্ডের নেতা সাইফুল ইসলাম পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং সাইফুল ইসলাম পাপ্পুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।
 
                                 
                                
                                       
                                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
        
আপনার মতামত লিখুন :