ধামরাইয়ে বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি: মনোনয়ন নিয়ে আশাবাদী তমিজ উদ্দিন

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:০০ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর ২০২৫ উপলক্ষে ধামরাইয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী এই বিশাল র‍্যালিতে অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এই র‍্যালির নেতৃত্ব দেন।

র‍্যালিতে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, সহ-সভাপতি ফরহাদ, পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, স্লোগান আর জাতীয়তাবাদী চেতনাবাহী শ্লোগানে পুরো ধামরাই উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিটি ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সমাপনী বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, বিএনপি ইতোমধ্যে সারা দেশের ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও ঢাকা-২০ ধামরাই আসনের মনোনয়ন এখনো ঘোষণা হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি বিশ্বাস করি ধামরাই আসনে আমিই মনোনয়ন পাবো। ধামরাইবাসীর ভালোবাসা ও দলের প্রতি আমার দীর্ঘদিনের নিবেদন আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে।"

ধামরাইয়ে র‍্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Link copied!