কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম পদত্যাগ করেছেন। নতুন বিভাগীয় প্রধান হিসেবে এ দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. আনোয়ার হোসেন বলেন, “আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। নতুন বিভাগীয় প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।”
এ বিষয়ে যোগাযোগের জন্য মু. আলী মুর্শেদ কাজেমকে একাধিকবার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, মু. আলী মুর্শেদ কাজেম গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আপনার মতামত লিখুন :