টঙ্গীর তুরাগ নদের রেলসেতুর পাশে একটি পরিত্যক্ত কার্টনে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় পুলিশ এই পা উদ্ধার করে।
পুলিশ জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালীসহ নিচের অংশ উদ্ধার করা হয়। এটি কোনো পুরুষের নাকি নারীর পায়ের অংশ, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ কালের কণ্ঠকে বলেন, আজ ১০টার দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে দক্ষিণ দিকে গরু হাটা মসজিদ সংলগ্ন রেল লাইনের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির বাম পায়ের গোড়ালীর কাটা অংশ পাওয়া গেছে। এ বিষয়ে জিডি করে বাকী অংশ উদ্ধারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :