শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

আপডেট
রোববার থেকে আবার অবরোধ

রোববার থেকে আবার অবরোধ

রোববার
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল ৬ টা থেকে ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা দিয়েছে এলডিপি এবং গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়।

মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। যুদ্ধাপরাধী দল জামায়াতও একই দিনে অবরোধ ঘোষণা করে।

আরও পড়ুন: বিএনপি অফিসে তালা, সংলাপের চিঠি নিয়ে ঘুরছেন ইসির প্রতিনিধি

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি ও গণমন্ত্র মঞ্চও চলমান এই অবরোধ কর্মসূচি পালন করছে।

টানা তিন দিনের ওই অবরোধ শেষ হওয়ার আগেই এলডিপি ও গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচির ঘোষণা এলো।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চ ও এলডিপির মতো বিএনপিও কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।

 

প্রতিদিনের কাগজ/এসআর

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |