শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

আপডেট
৪ দিন ব্যাপী বসন্ত উৎসব শুরু নিকুঞ্জ -২ এ

৪ দিন ব্যাপী বসন্ত উৎসব শুরু নিকুঞ্জ -২ এ

একেএম, রুহুল আমিন স্বপন:  আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের আগমন  বসন্তের শুরুর জন্য এক ব্যতিক্রম বসন্ত উৎসব ও ফুড ফেস্টিভ্যাল মেলার আয়োজন করেছে ঢাকার নিকুঞ্জ -২ এর কল্যাণ সমিতি তার নিজ মাঠে। মেলা চলবে ১৩/১৪/১৫ ও ১৬ই ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্টল খোলা থাকবে। আলোক সজ্জা করা হয়েছে চোখে পরার মত।

স্টল ঘুরে দেখলাম প্রায় ৫০ টা। সাথে পিঠার ঘর,দারুন দারুণ সব পিঠার সমাহার, মেলা এসে কথা হলো হাসিন নামে এক ক্রেতার সাথে ,তিনি জানালো গতকয়েক বছরের তুলনায় এবার মেলাটা বেশ জাকজমক ,আজ প্রথম দিন তাতেই মেলায় এসে এত ভির ,আগে দেখিনি।সামনে আরো ৩ দিন রয়েছে। কথা হলো এক উদ্যোগক্তার সাথে তিনি জেবিন সুলতানা জারা CEO & FOUNDER JARA FASHION. তার কাছে জানতে চাইলাম স্টল সম্পর্কে তিনি জানালেন ৪ দিনের জন্য প্রতি স্টল ৮০০০ হাজার টাকা দেয়া হয়েছে নিকুন্জ কল্যাণ সমিতিকে। তবে সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করলে তাদের জন্য ভালো হতো। মেলা চলবে আগামী ১৬/২/২৪ ইং রাত ১০ টা পর্যন্ত।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |