শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

আপডেট
রাজধানীর আকাশ মেঘলা, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীর আকাশ মেঘলা, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল ৭টার দিকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তাই শীত শেষে আজই মৌসুমের প্রথম ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছেন অনেকেই। এদিকে মেঘলা আকাশ ও এ বৃষ্টির জন্য সকালে যারা অফিস বা স্কুল-কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন, তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।

আবহাওয়া অফিস সোমবার সকালে জানায়, ঢাকাসহ দেশের ১৩ জেলায় তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |