শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

আপডেট
ফ্লাইওভারে গাড়িতে আগুন

ফ্লাইওভারে গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টা ১০ মিনিটে গাড়িটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, বিমানবন্দরের সামনের মোড়ে ফ্লাইওভারে একটি নোহা গাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে গাড়িটিতে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |