সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০৮টি মামলা দায়ের ও ৭২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ১২৩টি গাড়ি ডাম্পিং ও ৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা করে। সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা করা হয়েছে।