বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ৪.৫ বিলিয়ন ডলার ঋণের কিছু বৈষম্যমূলক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির প্রতি দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে তাদের নিজস্ব নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি। সার, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের ভর্তুকি সংস্কারের মতো কিছু শর্ত রয়েছে যা সম্ভাব্য অসম প্রভাবের বিষয়ে আইএমএফ প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতিরিক্ত চাপে থাকা সাধারণ মানুষের ওপর যাতে বৈষম্যমূলক প্রভাব আরও বেড়ে না যায় সেদিকে খেয়াল রেখে পুরো প্যাকেজ সাজানো উচিত।