শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

আপডেট
বাসে ৪ স্থান থেকে যাওয়া যাবে বাণিজ্য মেলায়

বাসে ৪ স্থান থেকে যাওয়া যাবে বাণিজ্য মেলায়

অর্থনীতি প্রতিবেদকঃরাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রোববার মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।এবার বাণিজ্য মেলায় যেতে ঢাকার চারটি স্থান থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস চলাচল করছে।

রোববার মেলা প্রাঙ্গণ থেকে এ বাস সার্ভিস উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িল বিশ্বরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের পৌঁছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে।এতে আরো বলা হয়, কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুরবাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |