শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:০২ অপরাহ্ন

রাসূল (সা.)-এর দৃষ্টিতে বুদ্ধিমান কে, জেনে নিন

রাসূল (সা.)-এর দৃষ্টিতে বুদ্ধিমান কে, জেনে নিন

বিবেক-বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা ভালো-মন্দের বিচার করে সঠিকটি বেছে নিতে পারেন। মানুষের মধ্যে কারা বুদ্ধিমান, তার বর্ণনা হাদিসে দিয়ে গেছেন রাসূল (সা.)।

শাদ্দাদ ইবনে আওস রা. থেকে বর্ণিত। নবী (সা.) বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে) এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ওই ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছেও প্রত্যাশা করে।

আবু যার ও মু’আয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় কর এবং অসৎ কাজ করলে তার পরপর সৎ কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো।

ইমাম তিরমিযী হাদিস দুটি বর্ণনা করেছেন এবং হাসান আখ্যা দিয়েছেন।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |