সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
এশিয়া কাপ ২০২২-এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের পর্দা উঠবে ২৭ আগস্ট এবং পর্দা নামবে ১১ সেপ্টেম্বরের ফাইনাল দিয়ে। আজ মঙ্গলবার (২ আগষ্ট) প্রকাশিত এই সূচিতে ৩০ আগস্ট বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এবারের আসরের সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা। তবে সংযুক্ত আরব আমিরাতে আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আগামী ৩০ আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং।
ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর এক সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।