বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

এবার ইনজুরিতে মুস্তাফিজ

এবার ইনজুরিতে মুস্তাফিজ

বাংলাদেশ দলে বেড়েই চলেছে ইনজুরির মিছিল। এবার ইনজুরিতে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ফিজিও মোজাদ্দেদ সানি।

মোজাদ্দেদ সানি জানান, মুস্তাফিজকে না পেলেও শরীফুল ইসলামকে দ্বিতীয় ম্যাচে পাবো। প্রথম ওয়ানডে ম্যাচে শরীফুলের পাওয়া আঘাত খুব একটা গুরুতর নয়। এদিকে মুশফিকের বৃদ্ধাঙ্গুলিতে পাওয়া আঘাতও খুব একটা মারাত্মক নয়। মুশফিকের আঙুলে কোনো চিড় দেখা যায়নি। যার কারণে সামনের ম্যাচে খেলবেন মুশফিকও।

টাইগার টিম ফিজিও সানি জানিয়েছেন, মুস্তাফিজের এমআরইতেও খুব খারাপ কিছু আসেনি, তবে কিছু বিষয় আছে। কালকের ম্যাচে শরিফুল ও মুশফিক ভাই দুজনেই কালকের ম্যাচে খেলতে পারবে। আমরা হয়তো মুস্তাফিজকে কালকের ম্যাচে বিশ্রাম দেবো, কিন্তু পরের ম্যাচে উনি থাকবেন।’তিনি আরও জানান, ‘আমরা মুশফিক, শরীফুল এবং মুস্তাফিজের আবারও পরীক্ষা করেছি। মুশফিকের হাতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে হালকা চোট আছে। শরীফুলের আমরা বড় ধরনের কোনো কিছু পাইনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |