বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় হাজির হয়েছেন স্ত্রী ইসরাত জাহান। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।
ইসরাত জাহানের পারিবারিক সূত্রে জানা গেছে মামলার প্রস্তুতি চলছে। গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে স্ত্রীকে মারধর করেন আল-আমিন, অভিযোগ এমন।
পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান ইসরাতকে। আগেও বেশ কয়েকবার শারীরিক, মানসিক নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।
আল-আমিন ও ইসরাত দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছেন। অভিযোগের ব্যাপারে মুখ খোলেননি আল-আমিন।