বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নঁতের মাঠে গিয়ে তাদেরই ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে আলো ছড়িয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
শুরুর একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে পিএসজি। একাদশে ছিলেন না ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। ম্যাচের ১৮তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। নিজেদের সীমানা থেকে বল পায়ে অনেকটা এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে এমবাপ্পেকে পাস দেন মেসি। ফাঁকায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় নতেঁর জালে বল পাঠান এমবাপ্পে।
ছয় মিনিট পর আরও বড় ধাক্কা খায় নঁতে। পিএসজির মিডফিল্ডার ভিতিনহাকে মারাত্বক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ডিফেন্ডার ফাবিও। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে ফের মেসির অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। ৬৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে নিয়ে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ। তবে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি ক্রিস্টাফে গালতিয়েরের শিষ্যরা। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে মার্সেই।