বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। গতকাল রাতে এবারের আসরের গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মধ্যে জয়লাভ করেছে জার্মান ক্লাবটি। বায়ার্ন থেকে রবার্ট লেভানদোভস্কিকে ছিনিয়ে নিয়েও এই প্রতিযোগিতায় বাভারিয়ানদের বিপক্ষে টানা পঞ্চম হারের শিকার হলো বার্সা।
এদিকে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিঞ্চিৎ ছন্নছাড়া দল লিভারপুল সহজ জয় পেয়েছে আয়াক্সের বিপক্ষে। বুধবার রাতেও চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায় আছে নয়টি ম্যাচ। যার মধ্যে ছয়টি ম্যাচ দেখা যাবে টিভি পর্দায়।
আজকের রাতে মাঠে নামবে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আজ রাতে তাদের প্রতিপক্ষ দুর্বল মাক্কাবি হাইফা। এদিকে আজ রাতে মাঠে নামবে গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, চেলসির মতো দল।
টিভিতে আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছাড়াও দেখা যাবে লিজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলা।
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ-লাইপজিগ, রাত ১টা;
সনি সিক্স।
শাখতার দোনেৎস্ক-সেল্টিক, রাত ১০:৪৫;
চেলসি- সালসবুর্ক, রাত ১টা;
সনি টেন ১।
এসি মিলান-দিনামো জাগরেব, রাত ১০:৪৫;
ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড, রাত ১টা;
সনি টেন ২।
পিএসজি-মাক্কাবি হাইফা, রাত ১টা;
সনি টেন ৩।
ক্রিকেট
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ
ভারত লেজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, রাত ৮টা;
টি স্পোর্টস টিভি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
জ্যামাইকা তালাওয়াহস-সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, রাত ৮টা;
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-ত্রিনবাগো নাইট রাইডার্স, বৃহস্পতিবার ভোর ৫টা;
স্টার স্পোর্টস ২।